২৮ জানুয়ারি, ২০২৩ ১৮:২০

টুইস্টে ভরা কাব্যগ্রন্থ "ভাবনা নয় ঘুম আসে"

অনলাইন ডেস্ক

টুইস্টে ভরা কাব্যগ্রন্থ

হালের অন্যতম প্রকরণসিদ্ধ কবি মোরশেদুল ইসলামের নতুন কাব্য ভাবনা নয় ঘুম আসে। পাঁচ ফর্মার বইটিতে মোট ৭২টি সনেট স্থান পেয়েছে। জীবনের নানা ক্ষেত্রের সাথে সম্পর্কিত সমকালীন অনেক বিষয়বস্তু নিয়েই কবিতাগুলো রচিত। 

সনেট সংকলনে আলোচ্য কাব্যে কবিতাগুলোর সংখ্যাক্রমের ধারাবাহিকতায় ব্যত্যয় ঘটিয়ে কবিতার অর্থকে বিধিবদ্ধ না করার যে প্রত্যাশা এবং কবিতাকে তার নিজস্ব অর্থ থেকে মুক্তি দেওয়ার যে প্রয়াস তা নিঃসন্দেহে বাংলা কবিতার ধারায় এক নতুন টুইস্ট।

কবিতা তার পাঠকদের কীভাবে ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার ও দ্যোতনা দিয়ে ভাবায় তাই দেখা যাবে পরতে পরতে। মূলধারার সাহিত্যিক ঐতিহ্যের সাথে সাথে আধুনিক, বাস্তবিক এবং পরাবাস্তববাদী গঠন ও মননশীলতার বহুমাত্রিক টুইস্টে ভরপুর তরুণ কবি মোরশেদুল ইসলাম এর ভাবনা নয় ঘুম আসে কাব্যটি। কবিতাপ্রেমী চিন্তাশীল পাঠক হৃদয়ের জন্য ঘোরলাগা অনুপম একটি কাব্যগ্রন্থ; যেখানে ব্যক্তিক ও নৈর্ব্যক্তিক উভয় ধরনের রস আস্বাদনে তৃপ্ত হবে পাঠক হৃদয় এবং ডুবে যাবে ভাবনার ঢেউয়ে।

বইয়ের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটি একুশে বইমেলা ২০২৩-এ চারুলিপি প্রকাশন থেকে প্রকাশিতব্য।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর