১৯ এপ্রিল, ২০১৯ ২২:১৬

'গরুদের পরিবার থেকে এসেছেন মোদি ও যোগী'

অনলাইন ডেস্ক

'গরুদের পরিবার থেকে এসেছেন মোদি ও যোগী'

ধাপে ধাপে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে প্রতিপক্ষ দলের প্রার্থীদের দিকে অশালীন ভাষার প্রয়োগের আধিক্যও বাড়ছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তর প্রদেশের কাইসরগঞ্জের কংগ্রেস প্রার্থী বিনয় কুমার পাণ্ডে। 

তার মতে বিজেপি গোমাতা নিয়ে লাফালাফি করে, কারণ গরু হলো নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথের মা, কাকিমা ও বোনের সমান। গরুদের পরিবার থেকেই এসেছেন মোদি আর যোগী। 

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিনয় কুমার আরও বলেন- রাস্তায় ঘুরে বেড়ায় যেসব গরু, তারা আসলে সমস্যা তৈরি করে। ওদের নিয়ে সমস্যা হয় চাষীদের, হেটে চলা মানুষের। 
 
রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গরু দেখিয়ে তিনি বলে, “ওই দেখুন! মোদি আর যোগী কাকিমারা দাঁড়িয়ে রয়েছে”। 

স্বাভাবিকভাবেই কংগ্রেসের ওই প্রার্থীর এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। 

এর আগে, আজম খান নিজের রামপুরে কেন্দ্রে প্রচার সভা করেন। সেখানেই প্রতিপক্ষ বিজেপিকে আক্রমণ করেন তিনি। গেরুয়া দলের অভিনেত্রী প্রার্থী সমন্ধে কুরুচিকর মন্তব্য করেন আজম খান। তার অন্তর্বাসের রং নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, তিনি নাকি সতেরো দিনেই বুঝে গিয়েছিলেন জয়াপ্রদার অন্তর্বাসের রং খাকি। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সামনেই এই কথা বলেন আজম খান। 

এরকমই একের পর এক কুরুচিকর মন্তব্যের ঝড় বইছে জাতীয় রাজনীতিতে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর