২৩ মে, ২০১৯ ১০:১৪

প্রধানমন্ত্রী হচ্ছেন না মোদি কিংবা রাহুল, জ্যোতিষীর ভবিষ্যৎবাণী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী হচ্ছেন না মোদি কিংবা রাহুল, জ্যোতিষীর ভবিষ্যৎবাণী

নরেন্দ্র মোদি

গত ১১ এপ্রিল থেকে ১৯ এপ্রিল মোট ৭ দফায় ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ ২৩ মে শুরু হয়েছে ভোট গণনা। স্থানীয় সময় সকাল ৮টায় এই ভোট গণনা শুরু হয়।

যদিও এখন পর্যন্ত অনেক আসনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ’র চেয়ে  এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে চূড়ান্ত ফলাফল পেতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এরই মধ্যে বুথফেরত জরিপ বা এক্সিট পোলে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবারও ক্ষমতায় আসার কথা বলা হয়েছে।

তবে জ্যোতিষ গণনা কিন্তু বলছে ভিন্ন কথা। জ্যোতিষবিদ আচার্য শৈলেন্দ্র জানিয়েছেন, নরেন্দ্র মোদির দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 

আচার্য শৈলেন্দ্রর গণনা অনুযায়ী, নরেন্দ্র মোদি যেমন প্রধানমন্ত্রী হবেন না, তেমনই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীরও প্রধানমন্ত্রীর আসনে বসার সম্ভাবনা নেই।

আচার্য শৈলেন্দ্র জানিয়েছেন, কেন্দ্রে ত্রিশঙ্ক‌ু অবস্থার সৃষ্টি হবে। আঞ্চলিক দলগুলো থেকেই কেউ প্রধানমন্ত্রী হবেন বলে দাবি করেছেন তিনি। 

তিনি আরও জানান, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী না হলেও কেন্দ্রে সরকার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা নেবেন তিনি।

সূত্র: এই সময়

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর