ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে পুরানো বছরকে বিদায় দিয়ে কেক কেটে নতুন বছরকে বরণ করে নেন কাতারে তরুণদের সংগঠন বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব।
সোমবার দোহার কর্নিশে ঐতিহ্যবাহি সাম্পানে আনন্দ উৎসবে প্রবাসীদের মিলন মেলা পরিণত হয়।
সাধারণ সম্পাদক মনসুর উল্লাহ রাশেদের সভাপতিত্বে ও বাবুল গাজীর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বাবু, গোলাম সারোয়ার মিশু, রেজওয়ান বিশ্বাস, সবুজ মিয়া, মোল্লা মোঃরাজিব রাজ, সানজিম আহমেদ, আল আমিন, এনাম খানসহ অনেকেই।এ সময় বক্তারা সামাজিক উন্নয়নের পাশাপাশি সবসময় দেশে সাংস্কৃতিক তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে বাংলাদেশি শিল্পীদের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।