পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত। তাই বিএনপির লাফালাফি বেশি দিন থাকবে না।
বুধবার (৯ মার্চ) শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু মেলা-২০২২ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শরীয়তপুর জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মাঠে ২৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
এসময় তিনি আরও বলেন, নির্বাচন যতই সামনে আসছে বিএনপি ততই হাকডাক করে যাচ্ছে। তারা আগুনের রাজনীতি করতে যাচ্ছে। জ্বালাও পোরাও তাদের মূল রাজনীতি। সব ছেড়ে শান্তির ভাষায় কথা বলুন অশান্তির কথা ছাড়ুন।
মেলাকে কেন্দ্র করে সার্কাস, নাগরদোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,বিভিন্ন খেলনা শোভা পায়। এই মেলায় আসা সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। ইতোমধ্যে মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে বেশ কিছু স্টল। রয়েছে বিভিন্ন ধরনের দোকানসহ নানান আয়োজন।
শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে , জাজিরা উপজেলার চেয়ারম্যান মোবারক আলী সিকদার ,শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ