সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বিএনপি ঘোলা জলে মাছ শিকার করতে চায়, এই দেশের শান্তিপ্রিয় মানুষ তা হতে দেবে না। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে উন্নয়নের স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। দেশের মানুষের শান্তির জন্য বর্তমান সরকারকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন প্রমুখসহ স্থানীয় আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক ও সুধীসমাজ।বিডি প্রতিদিন/হিমেল