মোটর সাইকেল চালানো নারীদের কাছে একধরণের সখ। তবে এটি যে নারীদের শারীরিক এবং মানসিকভাবে সুখী রাখে তা নিশ্চয় অনেকেই জানেন না।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যেসব নারীরা মোটর সাইকেল চালান তারা ব্যক্তিজীবন, চাকরি জীবন সংসার জীবন সব ক্ষেত্রেই মোটর সাইকেল না চালানো নারীদের চেয়ে সুখী।
উল্লেখ্য, গবেষণাটি বিখ্যাত মোটর বাইক নির্মাতা প্রতিষ্ঠান হারলে-ডেভিডসনের সহায়তায় কেলটনের তত্ত্বাবধায়নে পরিচালিত হয়। গবেষণায় অংশ নেন ১,০১৩ জন নারী বাইকার এবং ১,০১৬ জন যারা বাইক চালান না।