মার্গারেট থ্যাচারকে সবাই লৌহমানবী হিসেবেই চেনেন। তবে তিনি যে নিজের সৌন্দর্য নিয়ে একটু বেশিই সচেতন ছিলেন তা নিশ্চয় অনেকের অজানা।
কারণ হিসেবে জানা গেছে, ১৯৮৪ সালে ১২০ বার হেয়ার ড্রেসারের দ্বারে ধরনা দিয়েছেন তিনি। অর্থাৎ ওই বছর প্রতি তিনদিনে একবার বিউটিশিয়ানের কাছে গিয়েছেন ব্রিটেনের একমাত্র নারী প্রধানমন্ত্রী। তার ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি ঘেঁটে পাওয়া গেছে এ তথ্য।
মার্গারেট থ্যাচার অবশ্য পরিপাটি করে আঁচড়ানো চুল, কেতাদূরস্ত পোশাক আর তার ট্রেডমার্ক ব্যাগের জন্য পরিচিত ছিলেন। তবে, নতুন পাওয়া এই তথ্যে জানা গেল থ্যাচার কিভাবে তার এই আইকনিক চেহারা ধরে রেখেছিলেন।