কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সমগ্র বরেন্দ্রঞ্চল। শীতে কাঁপছে রাজশাহী। রক্ষা পাচ্ছেনা পশু-পাখিও। আর সে কারনেই গৃহপালিত পশুকে জামা-কাপড় পরিয়ে শীত থেকে রক্ষার চেষ্টা করছে তাদের মালিকেরা।
কিন্তু তাই বলে পুলিশের পোশাক! আজ রাজশাহীর চারঘাট উপজেলার আড়ানী গ্রামে এমন চিত্রই দেখা গেছে। গ্রামের রাস্তায় পুলিশের পোশাক পরে দিব্বি রোদ পোহাচ্ছে ছাগল। পোশাকের বাম পাশে 'বরিশাল রেঞ্জের' মনোগ্রাম। ডান পাশে বাংলাদেশ পুলিশের মনোগ্রাম।
রাস্তার পাশেই দাড়িয়ে থাকা ওই এলাকার এক বাসিন্দাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, শীত নিবারনের জন্যই তাদের এক প্রতিবেশী এই ব্যবস্থা নিয়েছেন। তবে পোশাকটি কার বা কোথা থেকে সংগ্রহ করেছেন সে ব্যাপারে তিনি কিছু জানেনা।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাজশাহীতে সর্বনম্নি তাপমাত্রা ছিল ৮.০৫ ডিগ্রি সেলসিয়াস।