রাতের আকাশে তাকিয়ে তারা দেখছিল সৌদি আরবের এক যুবক। হঠাৎ সব নক্ষত্রকে পেছনে ফেলে সাই সাই করে চলে গেল একটা উল্কা। চোখে পলক না ফেলে অবাক দৃষ্টিতে হয়ত সৃষ্টিরহস্যের কূলকিনারা খুঁজছিল সৌদি যুবকটি। ঠিক এমন সময়ই বিষ্ময়ের মাত্রা ছাপিয়ে যুবকটির সামনে এসে পড়ল মানব শরীরের একটি অংশ। জেদ্দার আকাশ থেকে মানব শরীরের অংশ পড়ার কথা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য পড়ে যায় চারিদিকে।
রাত আড়াইটার দিকে পুরো ঘটনাটি ফোন করে পুলিশকে জানায় যুবকটি। প্রথমে বিশ্বাস করতে না পারলেও ঘটনাস্থলে পৌঁছে অবাক জেদ্দা পুলিশ। ঠিকই মানবশরীরের অংশ।
ধারণা করা হয়, বিমানের চাকায় লুকিয়ে থাকা কোন মানুষের দেহাংশই কোনো কারণে মাটিতে এসে পড়ে। তবে কোন বিমান থেকে দেহাংশ পড়ল, কী করেই বা সেখানেই দেহাংশ ছিল, তা এখনও অজানাই রয়ে গেছে। পুলিশ শুধু জানিয়েছে, রেড সি সিটি থেকে দেহাংশ উদ্দার হয়েছে। রাত ২টা নাগাদ এটি আকাশ থেকে পড়ে। এই তথ্য থেকে রহস্যের কূলকিনারা করতেই হয়ত বিস্তারিত জানাতে সময় নিচ্ছে জেদ্দা পুলিশ।