চার মাস বয়সী ছেলেকে দেড় লাখ পাউন্ড দরে বিক্রি করতে অনলাইন বিজ্ঞাপন সংস্থা 'গামট্রি'-তে বিজ্ঞাপন দিয়েছেন এক মা! মা বা শিশুটির পরিচয় প্রকাশ না করে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা ডেইলি মেইল জানিয়েছে, ২০ বছর বয়সী ওই মা স্বীকার করেছেন, তিনি তার শিশুকে বিক্রি করবেন বলে গামট্রিতে বিজ্ঞাপন দিয়েছেন। ওই মা যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের বাসিন্দা।
খবরটি প্রকাশ হবার পর সামাজিক সংগঠনগুলো তার কাছে জবাব চাইলে ওই নারী জানান, কেবল কৌতুক করার জন্য তিনি এমন বিজ্ঞাপন দিয়েছেন।
এদিকে, কৌতুক বলে দাবি করলেও কর্তৃপক্ষের হুঁশিয়ারির পর ওই মায়ের কাছ থেকে ৪ মাস বয়সী শিশুটিকে সরিয়ে নিয়েছে সামাজিক অধিকার সংগঠনগুলো।
ডেইলি মেইল আরও জানিয়েছে, গত বৃহস্পতিবার বিজ্ঞাপনটি দিয়েছিলেন ওই মা। তিনি জন্মগতভাবে মানসিক বিষাদে ভুগছেন বলে জানা গেছে।