কলগার্ল নিয়ে ফুর্তি করতে গিয়ে অবশেষে শ্রীঘরে জায়গা হল গয়ার ডেপুটি মেয়র মোহন শ্রীবাস্তবের। পাটনার একটি হোটেল থেকে দুই কলগার্লসহ আপত্তিকর অবস্থায় তাকে আটক করা হয়।
মোহন শ্রীবাস্তবের নামে বেশ কিছুদিন ধরেই গয়া পুলিশের কাছে নারী কেলেঙ্কারির খবর জমা হচ্ছিল। পুলিশও তাই সোর্স নিয়োগ করেছিল এই ডেপুটি মেয়রের পেছনে। অবশেষে গত সোমবার পুলিশের ফাঁদে পা দেন মোহন। সোমবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পাটনার অভিজাত ফ্রাজের রোডের একটি হোটেলে হানা দেয় পুলিশ। হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আট জনকে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এরমধ্যে গয়ার ডেপুটি মেয়র মোহন শ্রীবাস্তবও আছেন বলে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর এখন পাটনা শহরে ছড়িয়ে পড়া মধুচক্রের (!) সন্ধানে কোমর বেঁধে নেমেছে গয়া পুলিশ।