২০১৩ সালকে বলা হচ্ছে পরিবর্তনের বছর। তবে এ পরিবর্তন কোনও রাজনৈতিক পালাবদলের নয়। এটি হলো গুগল, বিং, ইনস্টাগ্রাম, ইয়াহুর মতো বিশ্বের বড় বড় সব কোম্পনারি `ইমেজ মেকওভারের মেকআপ` লোগো পরিবর্তন। ২০১৩ সালের মতো এতো লোগো পরিবর্তন নাকি এর আগে হয়নি।
লোগো পরিবর্তনে আরও যুক্ত হয়েছিল ফিল্পিস, আমেরিকান এয়ারলাইন্স, ২০১৬ কমনওয়েলথ গেমস। এমনকি ২০১৮ শীতকালীন অলিম্পিককেও।
এসব বড় বড় সংস্থার লোগো পরিবর্তনের সঙ্গে বাদ যায়নি বিশ্বের সবচয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। গত বছর এপ্রিলের শেষের দিকে ফেসবুকের লোগোয় এই পরিবর্তন হয়।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো- ফেসবুক ব্যবহারকারীদের লোগো পরিবর্তনের কথা জিজ্ঞাসা করা হলে ৭০ শতাংশ নিয়মিত ফেসবুক ব্যবহারকারীই বলেছেন, `না ঠিক জানি না তো।`
এমন সমীক্ষার পর কিছুটা হতাশ ফেসবুক কর্তৃপক্ষ। মার্ক জুকারব্যাগের কোম্পানির লোকেরা বলছেন, এতো টাকা খরচ করে লোগো চেঞ্জ করে তাহলে লাভ কী হলো!
বাজারে নতুনভাবে নিজেদের উপস্থাপন এবং নিজেদের ব্র্যান্ডকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য অনেকই পুরো লোগো পরিবর্তন করে থাকে। ফেসবুক অবশ্য সে পথে হাঁটেনি। লোগের নিচের দিকে সামান্য কিছু পরিবর্তন করা হয়। সহজ ভাষায় বিপণন বিশেষজ্ঞরা বলেন, লোগোর পোশাকে জুতোর ফিতে খোলা।