ভারতের বেস্টের (BEST) এক শীর্ষ কর্মকর্তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ অবাক হয়েছে মুম্বাই পুলিশ। একজনের সংগ্রহে ২ লক্ষ পর্ণো ছবির সিডি কী ভাবে রাখা সম্ভব, এ কথা ভেবে রাতের ঘুম হারাম পুলিশ কর্তৃপক্ষের।
মুম্বাই পুলিশ জানিয়েছে, যে পর্ণো ছবি উদ্ধার হয়েছে যেখান থেকে, সেই ফ্ল্যাটটি বেস্ট-এর জেনারেল ম্যানেজার ওম প্রকাশ গুপ্তার। তল্লাশি চালানোর সময় তার ফ্ল্যাট থেকে একজন অজ্ঞাতপরিচয় মহিলাকেও গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, মুম্বাইয়ের ওশিয়ারার অবস্থিত ফ্ল্যাটটি ওম প্রকাশ গুপ্তা কিনেছেন না ভাড়া নিয়েছেন তা তদন্ত করে দেখছে পুলিশ।