চীনে এক সন্তান নীতি লংঘন অপরাধ বলে বিবেচিত। আর সে দেশেই ৩ ছেলে-মেয়ে নেয়ায় এক দম্পতিকে ১২ লাখ ডলার জরিমানা করেছে কর্তৃপক্ষ।
অস্কার মনোনীত চলচ্চিত্র নির্মাতা ঝাং ইমোউ ও তার স্ত্রী চেন টিংকে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
গত মঙ্গলবার চীনের জিয়াংসু প্রদেশের বিনহু উক্সি সিটি জেলার পরিবার পরিকল্পনা ব্যুরো থেকে ঝাংকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়, সন্তানের জন্য নির্ধারিত কোটার চেয়ে দুই ছেলে-মেয়ে বেশি নেয়ায় তাদের এ জরিমানা দিতে হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে একটি খোলা চিঠিতে 'বেশি সন্তান' নেয়ার জন্য ক্ষমা চান ঝাং। তাদের দুই ছেলে ও এক মেয়ে হওয়ার কথা স্বীকার করেন ঝাং ও তার স্ত্রী চেন টিং।