কাজ শেষে ক্লান্ত ডাব ঘরে ফিরে দেখেন, সদর দরজা খোলা। ঘর থেকে টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র উধাও। কম্পিউটারও খোলা। চোর এসে খালি করে দিয়েছে ঘর। তবে আধুনিক চোর বলে কথা। তাই ফাঁক বুঝে কম্পিউটার চালিয়ে একটু ফেসবুকে বসেছিল কিন্তু লগআউট করতে বোধ হয় মনেই ছিল না। কি আর করা। ধরা তাকে পড়তেই হল।
ডাব ওই চোরের খুলে যাওয়া অ্যাকাউন্টে ঢুকে দ্রুত তার সব তথ্য জেনে নেয়। আর যায় কোথায়? গ্যাক করে চোরকে পাকড়ালেন তিনি। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পলস শহরে এ ঘটনা ঘটে।
চোরের নাম নিকোলাস উইগ। বয়স ২৬। আর দেরি করেননি তিনি। সোজা থানায় গিয়ে অভিযোগ করেন। ফেসবুক থেকে চোরের ছবিটিও নেওয়া হয়। এরপর শুধু বাকি ছিল চোরকে পাকড়াও করার কাজ। উইগকে ধরার পর তার হাতে চুরি যাওয়া ঘড়ি পাওয়া যায়।
এ ব্যাপারে ডাকোটা কাউন্টির অ্যাটর্নির কার্যালয়ের মুখপাত্র মনিকা জেনসেন বলেন, ‘ডাকোটা কাউন্টিতে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। যেখানে একজন চোর চুরির পরে ফেসবুকে তার অ্যাকাউন্ট খুলে রেখে যায়।’
পুলিশের কাছে নিকোলাস উইগ স্বীকার করেছেন যে তিনি ওই বাড়িতে ঢুকেছেন। বৃষ্টিতে ভেজা জামাকাপড় ঘরে রেখেছেন। ফেসবুকে লগইন করেছেন এবং জিনিসপত্র চুরি করেছেন।