পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অভিভাবকের অসম্মতিতে পালিয়ে বিয়ে করার জন্য প্রাণ দিতে হলো এক নবদম্পতিকে। গত শুক্রবার মেয়ের পরিবারের সাতজন সদস্য প্রকাশ্যে তাদের শিরশ্ছেদ করেছে। খবর পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইনের।
শিরশ্ছেদের শিকার নবদম্পতির নাম সাজ্জাদ আহমেদ (২৬) ও মুয়াফিয়া বিবি (২৩)।
জানা যায়, পাশাপাশি গ্রামে থাকতো সাজ্জাদ ও মুয়াফিয়া। কয়েক মাস ধরে তাদের মধ্যে প্রেম চলছিল। এরপর সাজ্জাদ বিয়ের প্রস্তাব দিলে মুয়াফিয়ার পরিবার তা প্রত্যাখ্যান করে। এরপর ১৮ জুন তারা পালিয়ে আদালতে গিয়ে বিয়ে করেন।
এর মধ্যে মেয়ের পরিবারের এক সদস্য মুয়াফিয়াকে জানান যে, পরিবারের পক্ষ থেকে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপর স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন সাজ্জাদ। তাদের ফেরার খবর পেয়ে মুয়াফিয়ার বাবাসহ পরিবারের সাত সদস্য সাজ্জাদের বাড়িতে এসে হামলা চালান। নবদম্পতিকে বেদম মারধর করা হয়। একপর্যায়ে দুজনকে গ্রামটির প্রধান সড়কে নিয়ে হাত ও পা বেঁধে প্রকাশ্যে শিরশ্ছেদ করা হয় তাদের।
পুলিশ সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।