আকাশে উড়ন্ত অবস্থায় বিয়ে করবেন এমনটা হয়তোবা তাদের কেউ-ই ভাবেননি। কিন্তু বাস্তবে তাই ঘটল। একটি দু'টি নয়, একেবারে ৫৮টি বিয়ে! আর এ ঘটনা ঘটলো বেইজিংগামী একটি বিমানে। বিয়ের সমস্ত রীতিনীতি মেনেই তারা তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। চুম্বন থেকে শুরু করে ফুল বিনিময় সবই হয়। বিমানের অন্যান্য যাত্রীরাও তাদের সঙ্গে যোগ দেয় এবং অভিনন্দন জানান।
জানা যায়, বিমানে বিয়ে করা এই ৫৮ দম্পতির সবাই একই সংস্থায় কাজ করেন। ‘গ্রুপ ম্যরেজ’'র ধারণায় এটা একটা নতুন সংযোজন। এর আগে গত অাগস্টে ‘গ্রেপ ফেস্টিভ্যালে গিয়ে বিয়ে করেছিলেন ১০০ দম্পতি।
বিডি-প্রতিদিন/ অক্টোবর ২০১৪/শরীফ