প্রেমিকের প্রতারণার প্রতিশোধ নিতে বিভিন্ন মানুষ ভিন্ন ভিন কত কিছুই না করে থাকেন। তবে এবার জাপানি এক নারী যা করলেন তা হয়তো সবকিছুকে ছাড়িয়ে গেছে। প্রেমিকের ওপর প্রতিশোধ হিসেবে প্রেমিকের সব গ্যাজেট বাথটাবে চুবিয়ে দিয়েছেন ওই নারী।
শুধু চুবিয়েই থেমে থাকেননি ওই নারী। পানিতে থাকা ওইসব পণ্যের ছবি তুলে সেগুলো আবার আপলোড করে দিয়েছেন টুইটারে। লক্ষণীয়, টুইটারে তার এই আপলোড করা ছবি হাজার হাজার বার শেয়ার এবং রিটুইটও হয়েছে।
সিনেট'র দেওয়া তথ্য অনুসারে, ওই নারী জানতে পারেন যে তার প্রেমিক প্রতারণা করেছেন। আর এতেই রেগে যান তিনি। সোজা চলে যান প্রেমিকের বাসায়। সেখানে গিয়েই প্রেমিকের বিভিন্ন গ্যাজেট ফেলে দেন বাথটাবের পানিতে। প্রায় সবগুলো গ্যাজেটই অ্যাপল কোম্পানির। এর মধ্যে আছে আইম্যাক, আইফোন, আইপড, আইপ্যাড, অ্যাপল টিভি বক্স ইত্যাদি।
মজার ব্যাপার হল, পানিতে চুবানোর এই ছবি আপলোড করার সময় ক্ষুব্ধ ওই নারী টু্ইটারে লিখেন, 'আরেক নারীর সঙ্গে প্রেম করার বিষয়টি বুঝতে পেরে আমি আমার প্রেমিকের সব গ্যাজেটকে গোসল করিয়ে দিলাম।' সূত্র : সিনেট
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ