সাবেক মার্কিন ক্রীড়াবিদ এবং টিভি ব্যক্তিত্ব ব্রুস জেনার বোমা ফাটানোর মতো খবর দিলেন। একটি সাক্ষাৎকারে সম্প্রতি তিনি নিজেকে 'নারী' বলে মন্তব্য করেন এই জনপ্রিয় ব্যক্তিত্ব।
গত বছর ৬৫ বছর বয়সী ব্রুস জেনারের নারী নাকি পুরুষ এমন প্রশ্নে চারদিকে গুজব ছড়িয়েছিল। সম্প্রতি তার এমন সরল স্বীকারোক্তিতে সেই গুজবকেই আরো জোরালো করলো। এবিসি নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রুস জেনার নিজের পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়ার গল্প শুনান। তবে নারীদের প্রতি তার আকর্ষণ একটুও কমেনি বলে জানিয়েছেন।
এদিকে, ব্রুস জেনারের এমন সাহসী বক্তব্যে হলিউডের বিনোদন জগতের অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। সংগীত মহাতারকা লেডি গাগাও তাকে উদ্দেশ্য করে টুইটও করেছেন।
অপরদিকে, ব্রুস জেনারের এমন মন্তব্যে তার ১৭ বছরের মেয়ে কাইলিও একটি আবেগঘন টুইট করেছেন। বাবার জন্য সে গর্বিত এবং বাবাকে সে বিউটিফুল হিরো বলেও উল্লেখ করেছেন।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ