প্রেমিকের বয়স ১০২ এবং প্রেমিকার ৯১। শিরোনাম শুনে ভাবছেন এই বয়সে তো মানুষ বেঁচে থাকে, আর থাকলেও লাঠিতে ভর দিয়ে চলতে হয় সেখানে প্রেম করেন কিভাবে! তবে আপনি যায় ভাবুন না কেন এই বৃদ্ধা বয়সে প্রেম করে ব্রিটেনের এই হবু দম্পতি আরও একবার প্রমাণ করলেন 'প্রেমের কোনও বয়স হয় না’।
আগামী ১৩ জুন দীর্ঘদিনের প্রেমিকা ডোরিন লাকির সঙ্গে বিবাহে আবদ্ধ হবেন জর্জ কিরবি। সেদিনই ১০৩ বছরে পা দেবেন তিনি। ইস্ট সাসেক্সের ইস্টবোর্ন এলাকার একটি হোটেলে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গেছে। আর তখন তারাই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সের নবদম্পতি।
শুনে আরও হবাক হবেন যে কিরবি জানিয়েছেন, এটাই তাদের বিয়ের শ্রেষ্ঠ সময়। বয়সটা তার কাছে কোনও সমস্যাই নয়। তিনি আরও বলেছেন, তার প্রেমিকা তাকে এখনও তরুণই রেখেছেন।
প্রসঙ্গত, ১৯৮৮ সালে কিরবির বয়স যখন ৭৬, তখন তার সাথে আলাপ হয় ডোরিনের। তখন সবে মাত্রই পূর্বের স্ত্রী-র সঙ্গে ডিভোর্স হয়েছে কিরবির। ডোরিনও ৩ বছর আগে বিধবা হয়েছেন। ফলে ভালোই প্রেম জমেছিল সঙ্গী বিহীন দুই মানুষের। যে প্রেমের সমাপ্তি হবে আগামী ১৩ জুন।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৫/মাহবুব