বিখ্যাত ম্যাগাজিনের সুপার মডেল তিনি। একইসঙ্গে ঝুঁকিবহুল খেলাই তার শখ। সবচেয়ে পছন্দ করেন শূণ্যে ঝাপাতে। এক হাজার ৩৫০ ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে স্কাইডাইভিং করে এবার বিশ্ববাসীর চোখ কপালে তুলে দিয়েছেন বছর তিরিশের 'ম্যাক্সিম মডেল' অ্যানেইস জানোত্তি।
প্লেবয়, জিকিউ, এস্কোয়্যার, ম্যাক্সিমের মতো বিখ্যাত ম্যাগাজিনগুলিতে মডেলিং করেন অ্যানেইস। লাস্যময়ী এই ফরাসি সুপার মডেল ব্যাপক জনপ্রিয় মার্কিন মুলুকে। বর্তমানে ফ্লোরিডার মায়ামির বাসিন্দা। অ্যানেইস জানিয়েছেন, কাজের চাপে মাঝেমধ্যেই অবসাদ ভিড় করত মনে। অবসাদ কাটাতে এক বন্ধুর পরামর্শেই স্কাইডাইভিং শুরু করেন। প্যারাশ্যুট নিয়ে সেই শুরু। এতটাই মজা পেয়ে যান যে, আস্তে আস্তে উচ্চতা বাড়াতে থাকেন। ঠিক করেন ঝাপ দেবেন দেড় হাজার ফুট উচ্চতা থেকে। যেমন ভাবা তেমন কাজ। তামাম দুনিয়াকে চমকে দিয়ে অ্যানেইস এক হাজার ৩৫০ ফুট উঁচু থেকে ঝাপ দেন।
জানোত্তির কথায়, 'যখন প্লেন থেকে ঝাপ দেই তখন মস্তিষ্ক চিন্তা করা বন্ধ করে দেয়। এ অনুভূতিটা দারুন। আমি সব সময়ই ঝুঁকির খেলা পছন্দ করি। এতে সব অবসাদ কেটে যায় এক লহমায়।'
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৫/ এস আহমেদ