তিনি প্রেসিডেন্ট। বয়স ৫৫ বছর। তবুও বউ খুঁজে বেড়াচ্ছেন। এরইমধ্যে ১৮ জন প্রেমিকার সঙ্গলাভ করেছেন। কিন্তু এখনও রয়ে গেছেন চিরকুমার। তিনি আর কেউ নন, ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো আকুইনো।
বিয়ে না করলেও তার গরম গরম প্রেমের খবরে দেশের মানুষকে আলোচনার রসদ হিসেবে কম কিছু দেননি। সেই কবে থেকেই বউ খুঁজে যাচ্ছেন তিনি। বয়স যখন সবে ১৮, তখন থেকেই জীবনসঙ্গিনীর খোঁজ করছেন। তাঁর ১৯ নম্বর প্রেমিকা, যিনি বর্তমানে মিস ফিলিপিন পিয়া উৎজবাখ। ২৫ বছর বয়সী এই সুন্দরী আধা ফিলিপিনো-আধা জার্মান। আর তাঁর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন ৩০ বছরের বড় আকুইনো। তবে পিয়াই যে দেশের ফার্স্ট লেডি হবেন, এমন দুরাশা করছেন না ফিলিপিনবাসী। প্রেসিডেন্টকে তারা ভালো করেই চেনেন!
সেই ২০১০ সাল থেকে প্রেসিডেন্টের স্ত্রীকে দেখার আশায় দিন গুনছে গোটা ফিলিপিনবাসী। তবে তাদের একেবারে হতাশ করেননি প্রেসিডেন্ট। পাঁচ বছর আগেই প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরপরই ম্যানিলার এক রাজনীতিবিদ সালানি সোলেদাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন আকুইনো। তিনিই হচ্ছেন ফার্স্ট লেডি। প্রায় ধরেই নেওয়া হয়েছিল। তবে দুই বছরের মাথায় সেই সম্পর্কে ইতি টানেন প্রেসিডেন্ট। জড়িয়ে পড়েন নিজের ব্যক্তিগত স্টাইলিস্ট লিজ উইয়ের সঙ্গে৷ মেরেকেটে কয়েক মাসের মধ্যে সেই সম্পর্কও ভেঙে যায় আরেকজন প্রবেশ করায়। তিনি গ্রেস লি। দেশটির এক সংবাদ চ্যানেলের জনপ্রিয় সঞ্চালক। দুর্ধর্ষ স্মার্ট, আকর্ষণীয় গ্রেসের সঙ্গে আকুইনোর জুটিও দিব্যি জমেছিল। তবে টেকেনি। প্রায় বছরখানেক ‘বিরহের বেলা’ কাটিয়ে এখন পিয়া উৎজবাখে মজেছেন তিনি। মেইল অনলাইন।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল, ২০১৫ / রোকেয়া।