পরনারীতে আসক্তির অভিযোগে লোরেনা ববিট নামের এক কানাডীয় তরুণী তার ঘুমন্ত শয্যাসঙ্গী মি. ববিটের যৌনাঙ্গ কেটে নিয়েছিলেন। এরপর প্রেমিকের কর্তিত পুরুষাঙ্গটি কাপড়ে পেঁচিয়ে নিয়ে গাড়ি চালিয়ে ছুড়ে ফেলে দিয়ে এসেছিলেন রাস্তার ধারে। এ ঘটনা গত শতাব্দীর ৯০ দশকের।
পরে অবশ্য পুলিশ মি. ববিটের শরীরের সেই কর্তিত অংশটি বহু কষ্টে খুঁজে পায়। আর সদাশয় ডাক্তাররা সাড়ে ৯ ঘণ্টা অস্ত্রোপচার করে তা জোড়াও লাগিয়ে দেন সফলভাবে।
মি. ববিটের অঙ্গ কর্তন ওবং শল্যচিকিৎসার মাধ্যমে তা সফলভাবে জোড়া লাগানোর এই ঘটনা সে সময় বেশ আলোড়ন তুলেছিল দুনিয়াজুড়ে। নারীবাদীরা তখন লোরেনার এহেন কাণ্ডের পক্ষে যারপরনাই সাফাই গেয়েছিলেন। অন্যদিকে প্রতারক প্রেমিকেরা ভুগছিলেন অঙ্গ হারানোর আতঙ্কে!
এবার প্রেমিকের ওপর রেগে-মেগে এক জাপানি তরুণী ঘটিয়েছেন আরেক কাণ্ড। অপরাধ সেই একই- গোপনে প্রেমিকের অন্য-নারীগমন। তবে এ যাত্রা প্রেমিকের পুরুষাঙ্গ কর্তন নয়, প্রতারক প্রেমিকের সর্বস্ব জলে ফেলে মনের ঝাল মিটিয়েছেন তিনি। প্রেমিকের কয়েকটি অ্যাপল আইফোন, একটি আইপ্যাড, দু’দুটো ম্যাকবুক এবং আরো কিছু মূল্যবান জিনিসপত্র তিনি স্নানঘরের পানিভর্তি বাথটাবে ছুড়ে ফেলে দিয়েছেন। এরপর বাথটাবে প্রেমিকের এসব মূল্যবান ব্যক্তিগত সম্পদের 'জলশয্যা'র ছবি তুলে তা টুইটারে পোস্ট করে দুনিয়াশুদ্ধ লোককে জানান তিনি।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ