নিলামে একটি ডিম বিক্রি থেকে প্রায় ৭৭ হাজার মার্কিন ডলার (৬০ লাখ টাকা) পাওয়া যাবে বলে আশা করছেন নিলামের উদ্যোক্তারা!। এটি হাস, মুরগি কিংবা সাধারণ কোনো পাখির ডিম নয়।
বিলুপ্ত প্রজাতি ‘এলিফ্যান্ট বার্ড’ এর ডিম । একারণেই এত দাম ওঠার আশাবাদ। চলতি সপ্তাহেই লন্ডনে এটি নিলামে উঠবে।
এলিফ্যান্ট বার্ড মাদাগাস্কার এলাকায় বাস করত। এর বৈজ্ঞানিক নাম এপিওরনিস ম্যাক্সিমাস। এটি ১০ ফুট পর্যন্ত লম্বা এবং ওজনে হতো ৬০০ পাউন্ড পর্যন্ত।
এর ডিম মুরগীর ডিমের চেয়ে ২০০ গুণ বড়। এর আগে ২০১৩ সালে নিলামে এলিফ্যান্ট বার্ডের একটি ডিম ১ লাখ ১ হাজার ডলারে বিক্রি হয়েছিল। প্রায় ৩০০ বছর আগে এই প্রজাতি বিলুপ্ত হয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ৩০ এপ্রিল,২০১৫/নাবিল