পরীক্ষার হলে ছাত্রীর নকল ধরে উল্টো বিপাকে পড়লেন এক অধ্যাপক। শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে মুক্তি মেলে ওই শিক্ষকের। বৃহস্পতিবার ভারতের জলপাইগুড়ির ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷
পরীক্ষার হলে নকল করতে গিয়ে ধরা পড়েন ওই ছাত্রী। এদিন কলেজে তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল৷ পরে ওই ছাত্রীর পরীক্ষা বাতিল করা হয়৷ এরপরই হঠাৎ ছাত্রীটি সংঞ্জা হারায়৷ তড়িঘড়ি তাকে ফাঁকা একটি ঘরে নিয়ে গিয়ে প্রাথমিক সেবা-শুশ্রূষা শুরু করা হয়৷ জ্ঞান আসার পর ওই ছাত্রীটি অভিযোগ করেন, পুরনো শত্রুতার জেরেই তার পরীক্ষা বাতিল করেছেন অধ্যাপক৷ পাশাপাশি ছাত্রীটি আরও দাবি করেন তার কাছে আদৌ কোনও নকল করার কাগজ ছিল না৷
পরীক্ষাকেন্দ্রের ওই ঘরে দায়িত্বে ছিলেন অধ্যাপক অমরেন্দ্র সরকার৷
খবর পেয়ে ছাত্রীটিকে দেখতে হাজির হয় কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত ছাত্ররা৷
অভিযোগ, ওই ছাত্রদের লক্ষ্য করে ওই অধ্যাপক তির্যক মন্তব্য করলে ক্ষুব্ধ হয় টিএমসিপি সমর্থিত ছাত্ররা৷ এরপর ওই অধ্যক্ষকে ঘেরাও করে তারা৷ ঘণ্টাখানেক অবরোধ করার পর ওই অধ্যাপক ক্ষমা চাইলে উঠে যায় অবরোধ৷
বিডি-প্রতিদিন/০২ মে ২০১৫/ এস আহমেদ