ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মঙ্গলবার রাতে ৭০ বছর বয়সী এক যুগলের ধুমধাম বিয়ে সম্পন্ন হয়েছে। এলাকার কতিপয় যুবকেরা স্বেচ্ছায় বাড়ি বাড়ি ঘুরে টাকা ও চাল আদায় করে আনুষ্ঠানিকভাবে ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করে। বিয়েতে এলাকাবাসী বরযাত্রী হিসেবে অংশগ্রহণ করেন। গ্রামের লোকজন নিজেরাই রান্না-বান্না করে বিয়ে শেষে বরযাত্রীদের খাওয়া দাওয়ার আয়োজন করে। তবে ঘটনাটি জানাজানির পর ব্যাপক হাস্যরহস্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শৈলকূপা পৌর এলাকার কবিরপুর গ্রামের মৃত ইসরাইল মণ্ডলের ছেলে ৭০ বছর বয়সী আজিম উদ্দিন মণ্ডলের সঙ্গে ব্রাহিমপুর গ্রামের মৃত লোকমান শেখের ৬৫ বছর বয়সী বৃদ্ধা মেয়ে আমেনা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে মাঝে মধ্যেই উভয়ে গোপনে দেখা করতো। বিয়ের দিন সকালে আমেনা খাতুন প্রেমিক ইসরাইলের বাড়িতে দেখা করতে এলে বিষয়টা এলাকার যুবকেরা জানতে পেরে উভয়ের সম্মতিতে তাদের বিয়ের আয়োজন করে।
বর ইসরাইল মণ্ডল জানান, দীর্ঘদিন পূর্বেই তার স্ত্রী মৃত্যু বরণ করেছেন। সংসারে তার ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। কিন্তু বৃদ্ধ বয়সে কেউ দেখাশোনা না করায় বাধ্য হয়ে তাকে এ বয়সে আবারও বিয়ে করতে হলো। তিনি বর্তমানে স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জিন বলে জানান।
নববধূ আমেনা খাতুন জানান, তার স্বামী অনেক দিন আগেই মারা গেছেন। এরপর থেকে ঝাউদিয়া আবাসনে বসবাস করেন। সংসারে ৩টি মেয়ে ছিলো, বিয়ে হয়ে গেছে। বৃদ্ধ লোকটি খুবই কষ্ট করে জীবন যাপন করে। মাঝে মাঝে তার কাছে ডিম কিনতে গিয়ে অনেক দুঃখ প্রকাশ করতো। এভাবেই তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। অবশেষে তারা উভয়ে মিলে সিদ্ধান্ত নিয়েই এ বিয়েতে রাজি হয়। এই নব দম্পত্তি বাকী জীবন সুখে শান্তিতে একসাথে থাকার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৮ মে, ২০১৫/ রশিদা