৩৫ হাজার বছর আগের আদিম মানুষের আরেকটি প্রজাতির সন্ধান মিলেছে আফ্রিকার ইথিওপিয়ায়। এর আগে সেখানে একই সময়ের লুসি প্রজাতির মানুষের সন্ধান পাওয়া গিয়েছিল। লুসি প্রজাতিকেই ওই এলাকার একমাত্র প্রাচীন মানব প্রজাতি বলে ধারণা করা হতো।
গবেষকরা জানান, মানুষের পূর্বপুরুষের তালিকায় সবচেয়ে বেশি খ্যাতি রয়েছে লুসি প্রজাতির। একই সময়ে ইথিওপিয়ার আফার অঞ্চলে আদিম মানবের এই প্রাচীন প্রজাতির অস্তিত্ব ছিল বলে ধারণা করা হচ্ছে।
গবেষকদের দাবি, ৩৫ হাজার বছর আগে লুসি প্রজাতির পাশাপাশি অপর একটি প্রজাতির অস্তিত্বের সন্ধান পাওয়ায় প্রাচীন বংশলতিকার নতুন একটি দিক উন্মোচিত হবে। এতে স্পষ্ট হলো যে আধুনিক মানুষের প্রাচীন বংশলতিকা অনেক বেশি জটিল।
বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৫/শরীফ