ভারতের বিহার বোর্ডের পরীক্ষা চলছে। রাজ্যে ছাপড়ার একটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে আসতে দেখা যায়। অন্যান্য পরীক্ষার্থী থেকে শিক্ষক সকলেই অবাক! সবাই যেখানে ইউনিফর্ম পরে এসেছে সেখানে এই ছাত্র কেন এ ধরনের পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে আসলো?
যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় তাঁর এ ধরনের পোশাক পরার কারণ কী? উত্তর শুনে সকলেই হতবাক। আবার অনেকে তাঁর কাণ্ড কারখানা দেখে হাসিতে ফেটে পড়ে। কিন্তু ওই ছাত্র যে যুক্তি দেখিয়েছেন, তা সত্যিই হাস্যকর। কী বললেন তিনি?
এখন পরীক্ষাকেন্দ্রগুলোতে নকল রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই পরীক্ষাকেন্দ্রেও সেই ব্যবস্থা ছিল। ছাত্রটি জানান, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তাঁর জামা-প্যান্ট খুলিয়ে তন্ন তন্ন করে খোঁজা হয়েছিল কোথাও নকল রাখা আছে কিনা! কিন্তু তাঁর দাবি, শিক্ষকরা কোন কিছুই পাননি তাঁর কাছ থেকে। পরের দিনও সেই একই ভাবে তাঁকে পরীক্ষা করা হয়। তাই যাতে আর জামা-প্যান্ট খোলার ঝামেলা না থাকে তাই তিনি সিদ্ধান্ত নেন হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে পরীক্ষা দিতে বসবেন। তা হলে শিক্ষকরাও আর ঝামেলা করতে পারবে না। পরের পরীক্ষায় হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে যখন তিনি পরীক্ষাকেন্দ্রে যান, কেউ বুঝতেই পারেননি তিনি এক জন পরীক্ষার্থী। শিক্ষকরাও তাঁকে দেখে হতবাক হয়ে যান। তবে সে দিন আর তাঁর পোশাক খুলে নকল খোঁজা হয়নি।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৬/মাহবুব