পৃথিবীর অন্যতম বৃহত্তম শিল্প সমৃদ্ধ দেশ চীন। দেশটিতে পরিবেশ দূষণের মাত্রও বেশি। তাই পরিবেশ দূষণ সম্পর্কে দেশের জনগণকে সচেতন করতে এক অভিনব ফর্মুলা আবিষ্কার করেছে চীনা পরিবেশবাদী সংগঠন ওয়াইল্ড এইড। এজন্য তারা 'হেইরি নোজ' বা রোমশ নাক নামে একটি ভিডিও চিত্রও তৈরি করেছে। এতে দেখানো হয়েছে, ভবিষ্যতে বায়ু দূষণ খুবই প্রকট আকার ধারণ করবে, তখন এর থেকে বাঁচতে মানুষের নাকের চুল এমনই লম্বা হবে যে তা বেণী তৈরি করা যাবে।
এই ভিডিওর মূল বার্তা হলো, পরিবেশ রক্ষায় এখনই মানুষ যদি নিজেকে না বদলায় তাহলে প্রকৃতিই তাকে বদলাতে বাধ্য করবে।
পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তা মে মি বলেন, ''আমরা হাস্যরসের মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণের মত গুরুতর ইস্যুতে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি।''
ভিডিওতে দেখানো হয়েছে, চীনে হাল ফ্যাশনের পোশাক পড়ে লোকজন হাঁটা-চলা করছেন। কিন্তু তাদের সবার নাকের চুল লম্বা। সেগুলো দিয়ে রীতিমতো বেণীও তৈরি করা হয়েছে। এতে মানুষকে দেখতে অদ্ভুত লাগছে।
মিস মে বলছেন, তারা চান পরিবেশ প্রশ্নে জনগণ যেন সরকারের মুখের দিকে তাকিয়ে না থাকেন। তারা নিজেরাই যেন উদ্যোগী হন।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৬/মাহবুব