এক উড়ালে দীর্ঘ সময় ধরে আকাশে থেকে রেকর্ড গড়েছে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান। এয়ারবাস এ-৩৮০ বিমানটি দুবাই থেকে নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডের পথে ১৪ হাজার ২শ' কিলোমিটার পথ পাড়ি দেয়। বাণিজ্যিক ক্ষেত্রে এটাই কোনো বিমানের দীর্ঘতম ফ্লাইট। গত বুধবার বিমানটি যাত্রী নিয়ে অকল্যান্ডে পৌঁছায়।
একবারে শুধু দীর্ঘ পথ পাড়ি দেয়ার ক্ষেত্রেই রেকর্ড গড়েনি এয়ারবাস-এ ৩৮০ বিমানটি। কম সময়ে এই পথ পাড়ি দিয়েও রেকর্ড গড়েছে এটি। দুবাই-অকল্যান্ডে যেতে বিমানটি সময় নেয় ১৬ ঘণ্টা ২৪ মিনিট যা অন্যান্য বাণিজ্যিক ফ্লাইটের লাগে ১৭ ঘণ্টা ১৫ মিনিট। অবশ্য এমিরেটসের বিমানটি নতুন রুট অনুসরণ করায় কম সময় লেগেছে। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/শরীফ