ভূত নিয়ে আলোচনা-বিতর্ক কোনোদিনই যেন ফুরোবে না। এবার আলোচনায় এলো অক্টোপাস ভূত। প্রশান্ত মহাসাগরের নেকার দ্বীপের কাছে সমুদ্রের প্রায় আড়াই কিলোমিটার গভীরে নাকি দেখা গেছে ভূত অক্টোপাসকে! আসল ঘটনা হলো অক্টোপাসটি দেখতে বেশ অদ্ভুত, তাই এটিকে 'ভূত' বলা হচ্ছে?
গত ২৭ ফেব্রুয়ারি এই অক্টোপাসটি দেখা যায়। সাধারণত অক্টোপাসের চাইতে এর অমিল রয়েছে। এই অক্টোপাসটির গায়ের রঙ দেখলে মনে হয় এর গায়ের চামড়া সিন্থেটিকের। আর সেটা থেকে বাইরে আসছে রেডিয়াম বা ফসফরাসের মতো আলো।
বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ, ২০১৬/ রশিদা