সময়টা বুঝি আইফোনের। প্রযুক্তিপ্রেমীদের কাছে একটি আইফোনের চাহিদা ব্যাপক। কিন্তু তাই বলে আইফোনের জন্য সন্তান বিক্রি? চমকে উঠলেন? এমনটাই ঘটেছে চীনে। সেখানে এক যুগল আইফোন কেনার জন্য তাদের ১৮ দিনের কন্যাসন্তানকে একটি সোশ্যাল মিডিয়া সাইটে বিক্রি করে দিলেন। মূল্য ৩৫৩০ ডলার। তারা চেয়েছিলেন টাকাটা দিয়ে কিনবেন আইফোন আর মোটরবাইক।
ঘটনাটি ঘটেছে চীনের টংগান নামক স্থানে। শিশুটির বাবা দিনের অধিকাংশ সময়েই ইন্টারনেট ক্যাফেতে কাটাতেন। আর মা পার্টটাইম চাকরি করতেন। ২০১৩ সালে দু’জনের পরিচয়। তারপর প্রেম। কিন্তু নিজেদের কিছু সমস্যার কারণে বিয়ে করেননি। অনিচ্ছাকৃতভাবে সন্তানসম্ভবা হয়ে পড়েন ওই তরুণী। ১৯ বছর বয়সী ওই যগলের কাছে সন্তানটি একটি বোঝার মতো হয়ে দাঁড়িয়েছিল। এরপরেই সন্তানকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। আর সেই অর্থে আই ফোন এবং মোটরবাইক কিনে নিজেদের শখ মেটাতে চেয়েছিলেন।
গ্রেফতার হওয়ার পরে শিশুটির মা দাবি করেন, এভাবে শিশু বিক্রি করা বেআইনি তিনি জানতেন না। কারণ তিনি নিজেই অনাথ হিসেবে অন্য পরিবারে পালিত হয়েছেন। কিন্তু এই যুক্তিতে পুলিশকে টলানো যায়নি। শিশুটির বাবার তিন বছরের কারাবাসের সাজা হয় আর শিশুটির মাকে আড়াই বছরের ‘সাসপেন্ডেড সেন্টেস’-এর সাজা দেওয়া হয়েছে। অর্থাৎ এখনই তাকে জেলে যেতে না হলেও এই সময়ের মধ্যে আর কোনো অপরাধ করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাকে।
শিশুটি বর্তমানে সেই ব্যক্তির কাছে আছে যিনি তাকে কিনেছিলেন। ওই ব্যক্তিই পুলিশকে শিশু বিক্রির খবর দিয়েছিলেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ, ২০১৬/ রশিদা