অনেক সময় না বুঝে আমরা অনেক কিছুতে হাত দেয় কিংবা তাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে এড়িয়ে যায়। কিন্তু এটা কোনো কোনো ক্ষেত্রে জীবনে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। 'পর্তুগিজ ম্যান অফ ওয়ার' তেমনই একটি প্রাণী।
উপরের ছবিটি কী মনে হচ্ছে? না, না প্লাস্টিক নয়। এটা হচ্ছে এমন একটা সামুদ্রিক প্রাণী যা মানুষ খুন করতে পারে। নাম 'পর্তুগিজ ম্যান অফ ওয়ার'। কয়েক মাস আগে ব্রাজিলের ওলিভেনকা সমুদ্র সৈকতে এটি দেখা যায়। 'পর্তুগিজ ম্যান অফ ওয়ার' কিন্তু কোন জেলিফিশ নয়, এরা হল siphonophores। যারা অনেক ছোট ছোট সামুদ্রিক প্রাণী দিয়ে তৈরি।
অনেকটা সামুদ্রিক প্রবালের মত। এদের এক কামড়ে মানুষের জীবন চলে যেতে পারে। এরা ১৬৫ ফুট পর্যন্ত বড় হতে পারে। মানে নীল তিমির থেকেও ওরা লম্বা হতে পারে।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৬/মাহবুব