নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে পজিটিভ প্রমাণিত হওয়ায় ওয়ার্ল্ড টেনিস থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। ফলে আপাতত তাকে কিছুদিন টেনিস কোর্টে দেখতে পাবে না ভক্তরা। এখন একদমই অবসর সময় যাচ্ছে এই টেনিস সুন্দরীর। যদিও ফের কোর্টে ফেরার লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছেন। যাহোক, রুশ এ টেনিস সুন্দরীর প্রতি অভিনব উপায়ে নিজেদের সমর্থনের কথা ব্যক্ত করেছে দেশটির এক কনফেকশনারি কোম্পানি। কোম্পানিটি তাদের একটি ললিপপের গায়ে শারাপোভার মুখের আদলে একটি ছাপ বসিয়ে বাজারে ছেড়েছে। সেন্ট পিটার্সবার্গের ওই কোম্পানিটির নাম রুবিসকুকিজ।
চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে ড্রাগ টেস্টে শারাপোভার শরীরে নিষিদ্ধ মেলডোনিয়ামের উপাদান পাওয়া যায়। পরে সম্প্রতি নিষিদ্ধ ড্রাগ সেবনের কথা স্বীকার করেন তিনি। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন তাকে চার বছর পর্যন্ত নিষিদ্ধ করতে পারে।
কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, একজন অ্যাথলেট এবং একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে মারিয়া শারাপোভা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছেন। তার দক্ষতা ও প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ নেই।
বিবৃতিতে আরো বলা হয়, কবে এই নিষেধাজ্ঞার অবসান ঘটবে আমরা তার জন্যে অপেক্ষা করবো না। আমরা মারিয়াকে সমর্থন জানাতে চাই। আমরা আমাদের মতো করে তার প্রতি সমর্থন জানাচ্ছি। এই ললিপপ চিনি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কোনো মেলডোনিয়াম নেই।'
চকলেটের গাঁয়ে একটি স্টিকারও লাগানো আছে। তাতে লেখা '১০০% শারাপোভা', নেই মেলডোনিয়াম। একেকটি ললিপপের দাম রাখা হয়েছে ৫০ রুবল [স্থানীয় মুদ্রা]। ললিপপ বিক্রি থেকে যে অর্থ আসবে তার অর্ধেকই যাবে শারাপোভাকে সমর্থনকারী একটি প্রকল্পের কাছে। সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ