ভুটানের রাজপরিবারে জন্ম শিশুটির। ছোট্ট সেই শিশুর দিকে তাকিয়ে গোটা দেশ। দেশের রাজপুত্রকে স্বাগত জানানো হলো চমৎকারভাবে। এ লক্ষ গাছ লাগানো হলো। দেশটির নাম ভুটান।
রাজপুত্রকে স্বাগত জানানোর অভিনব পদ্ধতি দেখে খুশি ভুটানের রাজা জিগমে কেশর নামগেইল ওয়াংচুং ও রানি জেসুন পেমা। ১ লক্ষ ৮ হাজার গাছের বীজ বপন করা হয়েছে গোটা ভুটানজুড়ে। বৌদ্ধধর্ম মতে, "গাছই হল জীবনদাতা ও জীবনের বেড়ে ওঠার একমাত্র মাধ্যম"। শুধু তাই নয়, "সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দরের প্রতীক হল গাছ", এমনটাই মনে করেন ভুটানের মানুষ।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৬/ রশিদা