খেলাপ্রেমীদের নানারকম অদ্ভুতুড়ে কর্মকাণ্ডের কথা প্রায়ই খবরের শিরোনাম হতে দেখা যায়। তবে এবারের ঘটনাটি একেবারেই অন্যরকম। ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে খেলা দেখার জন্য দু'জন ভক্ত যা করলেন তা রীতিমতো অভিনব। স্টেডিয়ামের টয়লেটে সারা রাত কাটিয়ে দিলেন শুধু পরের দিন ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখার জন্য। খবর এএফপি
জানা যায়, ম্যানইউয়ের ওই দুই ভক্ত বন্ধুদের সাথে স্টেডিয়ামে বেড়াতে গিয়ে দলছুট হয়ে পড়েন এবং শুক্রবার রাতটি স্টেডিয়ামের টয়লেটে কাটিয়ে দেন যেন পরের দিন নির্বিঘ্নে ম্যাচ দেখতে পারেন। শনিবারের ম্যাচ শুরু হওয়ার আগে টহলের সময় নিরাপত্তা কর্মীরা তাদের দেখতে পেয়ে পুলিশে সোপর্দ করেন।
এদিকে, এতো লম্বা সময় নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিয়ে টয়লেটে লুকিয়ে থাকার বিষয়টি বিস্মিত করেছে ম্যানইউয়ের কর্মকর্তাদের। ইংল্যান্ডের অন্যতম শীর্ষ এই ক্লাবের এক মুখপাত্র বলেছেন, আমরা জানি যে দর্শকরা ওল্ড ট্রাফোর্ডে খেলা দেখার জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু এই দুজন সে সীমা পার করেছে। স্টেডিয়ামে ঢোকার আগ মুহূর্তে তাঁদের পুরো দলটিকে ভালোভাবে তল্লাশি করা হয়েছিল। তাই নিরাপত্তার বিষয়ে আমরা শঙ্কা মুক্ত ছিলাম।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০২