আন্টার্কটিকায় বরফের স্তুপে গিয়ে বিয়ে করে নজির গড়লেন আমেরিকার টেলিভিশন উপস্থাপক জ্যানেট হেশ। আর সেই বিয়েতে অতিথি হিসাবে উপস্থিত একদল পেঙ্গুইন।
জ্যানেট এবং ব্রিটিশ অভিনেতা জর্জ ইয়ংয়ের প্রেম দীর্ঘদিনের। একসঙ্গে তাদের জুটির এর আগে অনেক মজার মজার কাণ্ড ঘটিয়েছে। তবে বিয়ে করতে গিয়ে তারা এত বড় চমক দেবেন, সেটা ভাবতে পারেননি কেউই। এবার বরফের মহাদেশে দাঁড়িয়েই আংটি বদল এবং প্রথা মাফিক চুম্বন সবই করেছেন।
জ্যানেট বলেছেন, ‘আসলে দূষণমুক্ত পরিবেশ গড়ার ডাক দিতেই আমার এই উদ্যোগ। দক্ষিণ মেরুতে দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে। সকলের কাছে অনুরোধ করব, তারা যেন বিষয়টি মাথায় রাখেন।'
অবশ্য এরপরও আর্জেন্টিনার একটি চার্চে গিয়ে প্রথা মাফিক বিয়েও করবেন তারা। আর তাদের মধুচন্দ্রিমাও হবে সেখানেই।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/মাহবুব