পারিবারিক নির্যাতনের শিকার নারীদের রক চমকপ্রদ উপদেশ দিয়েছে মরক্কোর একটি টিভি চ্যানেলে। আর সেটি হল, ‘মেক আপে ঢাকুন নির্যাতনের দাগ।’ আর পাঁচটা টিভি চ্যানেলের মতই নারীদের নিয়ে সাজগোজের অনুষ্ঠান সম্প্রচার করে মরক্কোর টিভি চ্যানেল ‘২ এম’। কিন্তু গত সপ্তাহের একটি অনুষ্ঠান নজর কেড়েছে সারা বিশ্বের। অনুষ্ঠানে সঠিক সাজগোজের মাধ্যমে পারিবারিক নির্যাতনের শিকার মহিলাদের মারধরের দাগ ঢাকতে শেখানো হয়েছে।
অনুষ্ঠানে মুখে কালশিটে পড়া এক নারীকে দেখানো হয়। তারপর এগিয়ে আসেন সঞ্চালক লিলিয়া মৌলিনে। তিনি বলেন, ‘সাজগোজ নিয়ে আজ যে পরামর্শ দেব, তাতে আপনাদের প্রতিদিনের জীবন আরও সহজ হয়ে যাবে। মারধরের কারণে মুখে কালশিটে পড়া স্বাভাবিক। তাই বলে আঘাতের জায়গা চেপে ধরবেন না যেন। প্রথমে কনসিলার এবং তারপর ভাল করে পাওডার লাগান। ব্যস আর চিন্তা নেই। সারাদিন অফিসে থাকলেও, দাগ চোখে পড়বে না।’
গত ২৫ নভেম্বর আন্তর্জাতিক মহিলা নির্যাতন দূরীকরণের দিন হিসেবে ঘোষণা করে দেশটি। তার ঠিক দু’দিন আগে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। নিজেদের ওয়েবসাইটেও অনুষ্ঠানের ভিডিওটি আপলোড করে চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়ে তারা। বাধ্য হয় ক্ষমা চেয়ে নেয় তারা। ওয়েবসাইট থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৬