ইতালিয়ান নাগরিক এমা মোরানো। এ বছর নভেম্বরের ২৯ তারিখে এমা তার ১১৭তম জন্মদিন পালন করলেন। এমাকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এবারের জন্মদিনে এমা তার এই দীর্ঘকাল বেঁচে থাকার পেছনের রহস্য ফাঁস করেছেন। তিনি তার এই দীর্ঘ আয়ুর জন্য কৃতিত্ব দেন কাঁচা ডিমকে।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কেমন আছেন’ প্রশ্নের জবাবে এমা বলেছেন, ‘আমি ভালো আছি’
তবে চিকিৎসকরা বলছেন, তার দীর্ঘকাল বেঁচে থাকার পেছনে জীনগত কারণও থাকতে পারে।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৮