নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে কুমির ধরে ফেলেছেন আনারুল ইসলাম নামের এক জেলে। বুধবার সকালে তার জালে উঠে আসে প্রায় পাঁচ ফুট লম্বা কুমিরটি।
পরে বিকালে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু তাহির, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, রাজশাহী বন কর্মকর্তা সিরাজুল ইসলাম, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট কর্মকর্তা সোহেল রানার উপস্থিতিতে কুমিরটিকে লালপুর এলাকার মূল পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বুধবার সকাল ১০টার দিকে জেলেরা প্রতিদিনের ন্যায় পদ্মা নদীর নওসারা সুলতানপুর এলাকায় মই জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় আনারুল ইসলাম নামের একজন জেলের জালে ওই কুমিরটি আটকা পড়ে। কুমিরটিকে ধরে উপজেলার বিলমাড়ীয়ার নাগশোষা গ্রামের ছোট একটি পুকুরে রাখে জেলেরা। পরে সেটিকে অবমুক্ত করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ