আবার পৃথিবী ধ্বংসের নতুন সতর্কবাণী কন্সপিরেসি থিওরিস্টদের। অবশ্য এবার সতর্কতার সঙ্গে আছে বাঁচার উপায়ও।
থিওরিস্ট বিশেষজ্ঞ তথা চলচ্চিত্র প্রযোজক ইউভাল ওভাডিয়ার দাবি, আগামী ২০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে পৃথিবীর ওপর দিয়ে যাবে নিবিরু বা এক্স গ্রহ। তার আকর্ষণে দুই মেরু সহ পৃথিবীর নানান প্রান্তে হবে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, সুনামি, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়।
ওভাডিয়ার জানান, একথা লেখা আছে বাইবেলের গ্রেট সাইন অফ রিভিলেশন ১২ এবং গিজার পিরামিডে। সেখানে আরও উল্লেখ, সভ্যতাকে বাঁচাতে হলে আশ্রয় নিতে হবে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে। কারণ, একমাত্র জেরুজালেমই পৃথিবীর মধ্যভাগে অবস্থিত। তাই ধ্বংসের প্রভাব পড়বে না সেখানে।
যদিও নাসা এই সব দাবিকে নস্যাৎ করে ফের সাফ জানিয়েছে, নিবিরু বলে কোনও গ্রহ বা নক্ষত্রমণ্ডল নেই। পুরোটাই কন্সপিরেসি থিওরিস্টদের কল্পনা। তাই ভয়ের কোনও কারণ নেই।
প্রসঙ্গত, এর আগে কন্সপিরেসি থিওরিস্ট ডেভিড মিয়েড দাবি করেছিলেন এই বছরের ২০–২৩ সেপ্টেম্বরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর