বর্তমানে তরুণ প্রজন্মের মধ্য ভিডিও গেম খেলা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞররা। এখনকার তরুণ প্রজন্ম গেমে এতটাই বুঁদ হয়ে থাকে যে, মাঝেমধ্যে অঘটন করে ফেলেন তারা। তেমনই একটি ঘটনা সামনে এল। টানা ২০ ঘণ্টা গেম খেলে পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়লেন এক চীনা তরুণ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ২৭ জানুয়ারি সন্ধে থেকে গেম খেলতে শুরু করেছিলেন সেই চীনা তরুণ। পরের দিন দুপুর গড়িয়ে গেলেও খেলা থামাননি। এর মাঝে শৌচালয়ে যাওয়ার জন্য উঠতে গিয়েই ঘটে বিপত্তি। পা আর সাড়া দেয় না তার। কোমড় থেকে নীচ পর্যন্ত অসাড় হয়ে যায়। এরপরই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
ঘটনাটি ঘটেছে চীনের জেজিয়াং প্রদেশের জিয়াশিংয়ে। ইন্টারনেট ক্যাফেতে বসে টানা ২০ ঘণ্টা গেম খেলেন সেই তরুণ। তবে সে কী গেম খেলছিলেন জানা যায়নি। পক্ষাঘাতগ্রস্থ ব্যক্তির এক বন্ধু বলেন, "তাকে দেখে মনে হচ্ছিল সম্পূর্ণভাবে পা দুটো হারিয়েছে সে। এতটাই শোচনীয় অবস্থা যে, অ্যাম্বুল্যান্স ডাকতে বাধ্য হই।"
গেমের নেশা এমনই যে হাসপাতালে ভর্তি করার সময়ও বন্ধুকে গেমের বাকিটা শেষ করার নির্দেশ দিয়ে যান সে। এখনও সেই চীনা তরুণ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর