চন্দ্রগ্রহণের সময় তিন মাসের এক শিশুকে বলি দেওয়ার ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদে। পরে ওই শিশুর কাটা মাথা ঘরের ছাদে রাখা হয়।
হায়দরাবাদের চিলুকা নগরে গত বুধবার এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ শিশুটির মাথা উদ্ধার করতে পারলেও তার দেহ পাওয়া যায়নি। নরবলির ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার ছাদে কাপড় রোদে দিতে গিয়ে এক মহিলা মাথাটি পড়ে থাকতে দেখেন। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাটি উদ্ধার করে।
পুলিশের মতে, চন্দ্রগ্রহণের সময় শিশুটিকে বলি দেওয়া হয়েছে। তার দেহ পাওয়া না যাওয়ায় এই সন্দেহ আরও বেড়েছে।
বিডিপ্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান