ভালবেসেই তো বাড়িতে পোষ্য আনা হয়। সে কুকুর বিড়াল হোক বা পাখি। দিনের পর দিন একসঙ্গে থাকতে থাকতে পরিবারেরই একজন হয়ে ওঠে সেই পোষ্য। বুঝে নেয় কে তাকে কতটা ভালবাসে।
তবে একদিন সেই প্রিয় পোষ্য যদি বাড়ির বাইরে গিয়ে আর ফিরে না আসে তাহলে দুঃখে নিশ্চয়ই কাতর হয়ে পড়বেন। দিনরাত এক করে শুরু করবেন প্রিয় পোষ্যের খোঁজখবর। তারপরেও না পেলে একদিন ক্ষান্ত দেবেন। কিন্তু যদি একদিন দেখেন সেই প্রিয় পোষ্য ফিরে এসেছে। তখন আনন্দে উদ্বেল হওয়াই স্বাভাবিক।
অতিরঞ্জিত মনে হলেও এমন ঘটনাই ঘটেছে পেনসিলভেনিয়ার সুইরভেল্ড পরিবারের সঙ্গে। ১০ বছর আগে সুইরভেল্ড পরিবার থেকে নিখোঁজ হয়ে যায় প্রিয় ল্যাব্রাডর। বেশ কিছুদিন খোঁজখবর করেও তার কোনও সন্ধান পাননি শ্রীমতি ডেবরা সুইরভেল্ড। এরমধ্যে ১০ বছর কেটে যায়। পুরানো বাড়ি, পুরানো এলাকা ছেড়ে অন্য জায়গায় স্থানান্তর হয়েছে গোটা পরিবার। কিছুদিন আগে আচমকাই অভাবনীয় ঘটনা ঘটেছে সুইরভেল্ড পরিবারে। ফিরে আসে তাদের প্রিয় অ্যাবি (পোষ্যের নাম)। এমন আনন্দের খবরে উদযাপনে মেতেছে গোটা পরিবার।
জানা গেছে, বাড়ির কাছেই সুইরভেল্ড পরিবারের শিশুদের সঙ্গে খেলা করছিল অ্যাবি। সেই অবস্থাতেই নিখোঁজ হয়ে যায় সে। ১০ বছর আগে যেখান তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল, তার থেকে ১০ মাইল দূরে ছিল অ্যাবি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পশু উদ্ধারকারী কর্মীরা। নিয়ে আসা হয় পশুপাখি সংরক্ষণালয়ে। সেখানেই ভালভাবে অনুসন্ধান চালানোর পর অ্যাবির শরীরে একটি মাইক্রো চিপ মেলে। সেই চিপই অ্যাবির পরিবারের হদিশ দেয়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর