সাংবাদিকতা আর দশটা পেশার মতো কেবলই একটি পেশা নয়; এটা একটি নেশা। এই নেশাটা হচ্ছে দেশের জন্য, মানুষের জন্য কিছু করার নেশা। এই নেশায় সাংবাদিকেরা নানান ধরনের খবর সংগ্রহ করে থাকেন। সেক্ষেত্রে যেকোনো পরিস্থিতি থেকেই সংবাদ পরিবেশন করেন তারা। বন্যা, জলোচ্ছ্বাস, দুর্ঘটনা, যুদ্ধবিধ্বস্ত বধ্যভূমি থেকে খবর পরিবেশন করাটাও তাদের নেশা ও পেশারই অংশ। কিন্তু নিজের বিয়ে সরাসরি টেলিভিশনে লাইভ প্রচার! এটা হয়তো এর আগে কেউ করেননি।
গত সপ্তাহে পাকিস্তানের রাজাবাঁধে ধুমধাম করে হওয়া হানান বুখারি নামে এক পাকিস্তানি সাংবাদিকের বিয়েতে এমনটাই হয়েছে। কারণ বিয়ের দিনেও অফিস থেকে ছুটি পাননি বুখারি। তাই নিজের বিয়ের পুরো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করেন তিনি। চ্যানেল কর্তৃপক্ষ এই ভিডিও ইউটিউবে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। এটি ফেসবুকেও ভাইরাল হয়। দেড় লাখেরও বেশি বার ভিডিওটি দেখা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, সিটি-৪১ নামের নিউজ টেলিভিশনের সাংবাদিক হানান বুখারি বিয়ের সাজেই বুম নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন। বুখারি বুম হাতে স্ত্রীকে প্রশ্ন করেন, 'কেমন লাগছে আপনার?'
কনে বলেন, 'আমার প্রথম ইচ্ছে পূরণ করার জন্য খুব ভাল লাগছে। সারাজীবন এভাবেই আপনাকে পাশে পেতে চাই।'
বর বুখারি বলেন, 'আজ আমার বিয়ে, ভীষণ খুশির দিন। প্রেম করে আমরা বিয়ে করছি। স্ত্রীর কাছেও দিনটি ভীষণ স্পেশ্যাল।'
বিয়ের অনুষ্ঠানে কনের পছন্দের স্পোর্টসকার ও বাইক নিয়ে আসেন বরপক্ষের লোকেরা।
তথ্যসূত্র: জি-নিউজ
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম