পৃথিবীতে আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা সত্যিই অবিশ্বাস্য। সম্প্রতি চীনের উত্তরাঞ্চলীয় আনহুই প্রদেশে এমনই এক ঘটনা ঘটেছে। এক বৃদ্ধ বহুতল বাড়ির বারান্দা থেকে পড়ে গেলেও ভাগ্যগুণে বেঁচে গেছেন।
এ ব্যাপারে চীনের সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতের এনডিটিভি জানায়, নিচে পড়ে গেলেও ওই বৃদ্ধ দোতলায় থাকা একটি বিজ্ঞাপনের বোর্ডে আটকে যান। এরপর উদ্ধারকর্মীরা না আসা পর্যন্ত সেখানেই ঝুলে থাকতে হয় ৮৬ বছর বয়সী ওই বৃদ্ধকে। তাইহু রাজ্যের আনকিং শহরের ওই ঘটনা চীনের সংবাদমাধ্যমে প্রকাশ পেলে তা ভাইরাল হয়।
বৃদ্ধকে উদ্ধারে অগ্নিযোদ্ধারা প্রথমে মই বেয়ে কাছে গিয়ে তাকে তুলে আনার চেষ্টা করেন। কিন্তু বিজ্ঞাপনের বোর্ডের ফাঁকে বৃদ্ধ এমনভাবেই আটকে ছিলেন যে পরে রশি দিয়ে বেঁধে তাকে নিচে নামানো হয়।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ