১৪ অক্টোবর, ২০২০ ০৮:২০

যে হীরা বিশ্বের সবচেয়ে দুর্লভ!

অনলাইন ডেস্ক

যে হীরা বিশ্বের সবচেয়ে দুর্লভ!

হংকংয়ে উন্মোচন করা হয়েছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ও মূল্যবান হীরা। প্রায় ১৫ ক্যারেটের এই পিংক ডায়মন্ডটির আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৪ কোটি মার্কিন ডলার। খবর আরব নিউজ’র।

আগামী নভেম্বরে এটি নিলামে তোলা হবে বলে জানিয়েছে হংকংয়ের নিলামকারী প্রতিষ্ঠান ‘সোদাবি’। গোলাপি এই মসৃণ হীরকখণ্ডের নাম দেয়া হয়েছে 'দ্য স্পিরিট অব দ্য রোজ'।  

নিলামকারী প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, পৃথিবীতে এমন নিখুঁত পিংক ডায়মন্ড খুবই বিরল। আকারের দিক দিয়েও এটি বেশ বড়। আগামী ১১ নভেম্বর জেনেভায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই হিরকখণ্ডের নিলাম অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর