প্রতারণা করে তিনজনকে বিয়ে করে বিপাকে পড়েছেন এক নারী। কারো সঙ্গে বিচ্ছেদ ছাড়াই তিনি এই বিয়েগুলো করেন এবং বিয়ের আগে তিন স্বামীই ওই নারীর বন্ধু ছিল। বাহরাইনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর গালফ নিউজের।
জানা গেছে, বাহরাইনের একটি আদালত অভিযুক্ত ৩০ বছর বয়সী ওই নারীকে তিন বিয়ে করার অপরাধে ওই নারীকে ১১ বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন। এর আগে, তৃতীয় স্বামীর অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ সত্য উদঘাটন করে।
আদালত জানিয়েছে, ভিন্ন ভিন্ন পরিচয়ে ওই তিন ব্যক্তির বিয়ের সময় দেওয়া দেনমোহর প্রায় ১০ লাখ টাকা ওই নারী আত্মসাৎ করেছিলেন। প্রথম স্বামীর সঙ্গে চারমাস সংসার করে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর দ্বিতীয় বিয়ের এক মাস পর তৃতীয় বিয়ে করেন।
বিডি-প্রতিদিন/শফিক