নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির এক কর্মী তাকে অনুপযুক্ত ডেস্কে কাজ করতে বাধ্য করার অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন। ১৬৩ কেজি ওজনের উইলিয়াম মার্টিন দাবি করেছেন, এই পরিস্থিতি তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে গুরুতর ক্ষতি করেছে। এজন্য তিনি ৪.৬ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন।
মার্টিন স্ট্যাভরোস নিয়ারকস ফাউন্ডেশন লাইব্রেরির কর্মী। তিনি বলেছেন, ফিফথ অ্যাভিনিউতে অবস্থিত প্রথম তলার সেবাকেন্দ্রের ডেস্কটি তার দৈহিক গঠনের জন্য একেবারেই অপ্রতুল ছিল। এটি সংকীর্ণ এবং এর টেবিলের অংশটি নড়বড়ে ছিল বলে অভিযোগ করেন তিনি। ২০২১ সালের অক্টোবরে এই ডেস্কে কাজ করার সময় থেকেই তার সমস্যার শুরু।
তিনি জানান, তার ইউনিয়নের হস্তক্ষেপে তাকে পরে অন্য ডেস্কে স্থানান্তর করা হলেও, ২০২৩ সালের জুনে নতুন সহকারী পরিচালক আবার তাকে ওই একই ডেস্কে পাঠান। মার্টিন অভিযোগ করেছেন, এই পদক্ষেপ তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ছিল এবং তাকে ভীত করার জন্য ইচ্ছাকৃতভাবে তার ডেস্কের দায়িত্ব বাড়ানো হয়।
মার্টিন আরও দাবি করেন, তাকে কাজের সময় ঘুমানোর মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয় এবং এ কারণে তাকে বরখাস্ত করা হয়। এই পরিস্থিতি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তিনি জানান, এই অভিজ্ঞতার ফলে তিনি এতটাই উদ্বিগ্ন যে কাজে ফেরার কথা ভাবলেই কাঁপতে থাকেন।
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির এক মুখপাত্র মার্টিনের মামলাকে “অযৌক্তিক” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা কর্মীদের অভিযোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং ন্যায্যতা ও সম্মানের সঙ্গে আমাদের কর্মীদের আচরণ করি।”
মামলার কার্যক্রম এখনও চলমান রয়েছে। আদালত বিষয়টি কীভাবে সমাধান করে তা সময়ই বলে দেবে।
বিডিপ্রতিদিন/কবিরুল